আবদাল মিয়া/ শেখ মোঃ আলমগীর : বানিয়াচংয়ে পুকুরে বিষ ঢেলে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। গত রোববার (১৫ নভেম্বর) রাত প্রায় ৮টায় উপজেলা সদরের প্রথমরেখ মহল্লার বাবনিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের খাবারের জন্য বাড়িতে আসেন প্রথমরেখ এলাকার বাসিন্দা পুকুরের মালিক আবুল হাসান। রাত প্রায় ১০টার সময় গিয়ে তিনি দেখতে পান পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এসময় থানায় খবর দিলে এস আই মহিনুল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য এম নুরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুকুরের মালিক আবুল হাসান জানান, ব্যক্তিগত শত্রুতাবশত হয়তো কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে! তাই এর প্রতিকার পেতে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইউপি সদস্য এম নুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমি পুকুরে গিয়েছি। তখন দেখেছি পুকুরে মাছ মরে ভেসে উঠছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক হবে। এ ব্যাপারে এস আই মোঃ মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে এর সত্যতা পেয়েছি।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে বিষ ঢেলে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- ৮৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ