আবদাল মিয়া, বানিয়াচং থেকে : ‘দুর্নীতির করাল গ্রাস, জাতির করবে সর্বনাশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পল্লীবিদ্যুতেরে ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক কাজী মুফতি আতাউর রহমান এর সঞ্চালনায় দূর্নীতি প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মাসুদ রানা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, পল্লীবিদ্যুৎ অফিস হচ্ছে জনসম্পৃক্ত একটি অফিস। আর সেখানে প্রত্যাশা অনুসারে কাজের চাহিদা মেটানো একটু কঠিন। তারপরও আশা করি সকলকে ধৈর্যসহকারে গ্রাহকের সাথে সদাচরণ ও নিরবচ্ছিন্ন সেবা দিতে কর্মকর্তাগণ সচেষ্ট থাকবেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সরকার জনগণকে সার্বক্ষণিক সেবা প্রদানের ৩৩৩ ও ৯৯৯ এবং ১০৬ নম্বরে ফোন করার জন্য বিভিন্ন সার্ভিস চালু রেখেছেন। প্রধানমন্ত্রীর এ দূরদর্শী পদক্ষেপ গ্রহণের পরও যদি কেউ দুর্নীতিগ্রস্থ হন তাহলে অফিস কর্মকর্তাগণ সে দায়ভার নিবে কেন? দুর্নীতি যে একেবারেই নেই তা বলব না। যারাই দুর্নীতিতে জড়িত আছেন তারা সতর্ক হয়ে যান। অযথা বিপদগ্রস্থ হবেন না।

পল্লী বিদ্যুৎ বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম মামুন মোল্লা বলেন, আপনাদের যে সমস্যাগুলো আসছে বিদ্যুতের ভুতুড়ে বিল, অসদাচরণ, সংযোগ বিচ্ছিন্ন, শুক্রবার-শনিবার বন্ধ থাকা ও বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি। উপরোক্ত সমস্যাগুলো যথাসাধ্য সমাধান করার চেষ্টা করব যাতে উপজেলার সকল বিদ্যুৎ গ্রাহক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায়। যাতে কোন ধরণের হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখেই কাজ করে যাবে অফিসের লোকজন। তিনি তখন সবার উপস্থিতিতে বানিয়াচং পল্লী বিদ্যুৎ জোনাল অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, সহসভাপতি মাওলানা মোবাশ্বির আহমদ, সদস্য ভানু চন্দ্র চন্দ, পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক খায়রুল বাশার সোহেল, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমানসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।