বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে নবম শ্রেণির ছাত্রীর বিয়ের জন্য তোড়জোড় চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়,বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের হানিফ মিয়ার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে একই ইউনিয়নের বাগাহাতা গ্রামের এক যুবকের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ধার্য্যকৃত বিয়ের দিন ৬ সেপ্টেম্বর আজ রবিবার । বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বাল্য বিয়ে বন্ধ,শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা মূলক কাজ করে থাকে এমন একটি সংগঠন ইয়ং চ্যাম্পিয়ান টোট কোর্সের পক্ষে একটি অভিযোগ দিয়েছেন হামজা মিয়া নামের জনৈক ব্যক্তি। এ ব্যাপারে হামজা মিয়া জানান,আমরা চাই বাল্য বিয়ে,শিশু শ্রম,শিশু নির্যাতন বন্ধ হোক। এ ব্যাপারে কাগাপাশা একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার জানান, যার বিয়ের আয়োজন করা হচ্ছে সে মেয়ে আমার স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিভাবকদের অসচেতনতার কারণে এরকম বাল্য বিয়ে মেনে নেয়া ঠিক হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,অভিযোগের বিষয়ে অবগত আছি। অভিযোগের বিষয়টি দেখার জন্য আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলে দিয়েছি।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নবম শ্রেণির ছাত্রীর বিয়ের তোড়জোড় চলছে
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০২:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- ৪০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ