বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনেই বই পেয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে বাড়ি ফিরেছে।
এখন তাদের একটাই আশা কবে যেতে পারবে বিদ্যালয়ে?
সরকারিভাবে নতুন বছরের প্রথম দিনেই উৎসব হিসেবে বই বিতরণ করে থাকে সরকার।
শুক্রবার ২০২১ সালের ১লা জানুয়ারি বানিয়াচং উপজেলার প্রতিটি বিদ্যালয়ে উৎসবের আমেজে বই বিতরণ করা হয়েছে।
উপজেলার সুরুভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় বই বিতরণ উৎসব করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার,সহকারি শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক অপূর্ব চন্দ চন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নববর্ষের প্রথম দিন বই পেলেন শিক্ষার্থীরা
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- ১১০ বার পড়া হয়েছে
ট্যাগস