মখলিছ মিয়া ॥ এসএমসি ও ইউএসএআইডি এর অর্থায়নে পরিচালিত নতুনদিন প্রকল্প সীমান্তিক গত ২৮ শে সেপ্টেম্বর ২০২০ তারিখে ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মহব্বতখানি গ্রামে এক মা সমাবেশের আয়োজন করা হয় । উক্ত সমাবেশ উদ্বোধন করেন ৩নং ইউনিয়নের মহিলা মেম্বার হাসিনা বেগম। সমাবেশে শিশুদের ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব নিয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ৬ মাস পূর্ণ হবার পর থেকে শিশুদেরকে বাড়তি খাবারের প্রয়োজনীয়তা নিয়ে পরামর্শ দেয়া হয়। শিশুর বাড়তি খাবারের পাশে মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার ( যেমন- মনিমিক্স ) খাওয়ানোর সুফল বর্ণনা করা করা হয় । মনিমিক্স এ আছে ৫টি ভিটামিন আয়রণ, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন এ এবং ভিটামিন সি যা শিশুর রক্ত স্বল্পতা দূর করে, শিশুর স্বাভাবিক ওজন বজায় রাখে যার ফলে শিশু শক্তিতে বাড়ে ও বুদ্ধিতে বাড়ে । এজন্য আগামী দিনের প্রতিটি শিশুকে পুষ্টির চাহিদা পূরণের জন্য মনিমিক্স খাওয়ানো অত্যন্ত জরুরী । উক্ত মা সমাবেশে একজন উপকারভোগী মা বক্তব্য রাখেন।তিনি উল্লেখ করেন মনিমিক্স একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি পাউডার যেহেতু এই খাবারটি মায়ের ইচ্ছার উপর নির্ভর করে তাই প্রতিটি মা আজকে খাওয়ানোর পর আগামীকাল থেকেই উপকার আশা করেন। কিন্তু বিষয়টি তা নয়, সঠিক উপকার পেতে হলে নিয়ম মেনে শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (১টি করে ২ মাস এরপর ৪ মাস বিরতি ঠিক একই নিয়মে) খাওয়াতে হবে । সেশনে ১০জন মা’কে নতুনদিনের পক্ষ থেকে ১টি বাটি এবং চামচ প্রদান করা হয়। সেশনটি পরিচালনা করেন বীনা রাণী নাথ এবং পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন নতুনদিনের ফিল্ড সুপারভাইজার কাজী ওয়াহিদা । উক্ত সেশনে গোল্ড স্টার মেম্বার কাকলী আচার্য্য ১০টি মনিমিক্স বিক্রয় করেন ।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নতুনদিনের উদ্যোগে মা সমাবেশ পালন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ