নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে জাকিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর অন্তর্গত চৌধুরী পাড়া গ্রামের মরহুম আব্দুল হান্নান ঠাকুর এর স্ত্রী। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল তৈরী করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্যানিংগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান ঠাকুর প্রায় ২ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ট সন্তান জুবেল ঠাকুর (২৭)কে নিয়ে জাকিয়া খাতুন চৌধুরী পাড়ার বাড়িতে বসবাস করছেন।

তার জ্যেষ্ট ছেলে মোর্শেদ ঠাকুর স্ব-পরিবারে লন্ডনে এবং মেঝ ছেলে জে আজম ঠাকুর রিংকু ব্যাংকে চাকুরী করার সুবাদে ঢাকায় কর্মরত আছেন। তার ২ কন্যা সন্তানও রয়েছে। এদিন সন্ধ্যার পর মা’কে বাড়িতে রেখে বাজারে বিস্কিট আনতে যান জুবেল ঠাকুর। বিস্কিট নিয়ে এসে দেখেন রক্তে রঞ্জিত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন তার মা জাকিয়া খাতুন। এতে মাথায় হাতুড়ি গাঁথাসহ মুখ মণ্ডলে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার প্রকৃত খুনীকে বের করতে পুলিশ এর বিভিন্ন ইউনিট কাজ করছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।