সাহিদুর রহমান, বানিয়াচং থেকে : করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র এক দিনমজুরকে নৌকা ও আর্থিক সহায়তা করলেন বানিয়াচংয়ের মানবিক ইউএনও মাসুদ রানা।
শনিবার ( ১১ জুলাই) ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের কুতুব খানি গ্রামের ছুরত আলীর ছেলে দিনমজুর তাবেদুর মিয়াকে নৌকা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন যাবত কর্মহীন হয়ে পড়ায় অনাহারে অর্ধাহারে দিনযাপন করছিল এই অসহায় পরিবার টি।এখন হাওরে চতুর্দিকে পানি থাকায় নৌকা দিয়ে মাছ শিকার করে সংসার চালাতে আর বেগপেতে হবে না বলে জানান দিনমজুর তাবেদুর মিয়া।
এ ব্যাপারে ইউএনও মাসুদ রানা জানান, একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারি যে, তাবেদুর রহমান নামে একজন জেলে জীবনসংগ্রামে টিকে থাকার আপ্রাণ চেষ্টায় টিন দিয়ে নৌকা বানিয়ে স্থানীয় হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয় এবং সে প্রেক্ষিতে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। পরবর্তী ৮ ঘন্টার মধ্যে সেই জেলেকে উপজেলা পরিষদে ডেকে এনে একটি নৌকা প্রদান করি, সেই সাথে নৌকা রং করার জন্য নগদ ১০০০ টাকাও দেওয়া হয়।
এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য স্থানীয় সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানান ইউএনও।