শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে ১০নং সুবিদপুর ইউনিয়নে দরিদ্র, অসহায় জেলে ও কৃষকের মধ্যে আমার বাড়ি, আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা কার্যালয়ে ১৫ জন অসহায় জেলে ও কৃষককে ১০ হাজার করে ঋণ প্রদান করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, কোভিড-১৯ এর কারণে মানুষ বেকার এবং অসহায় হয়ে পড়েছেন।

এ সব অসহায় মানুষদেরকে পেশা টিকিয়ে রাখতে ‘আমার বাড়ি, আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক’ র মাধ্যমে স্বল্প সুদে ঋণ দিচ্ছে সরকার। যা পর্যায়ক্রমে ১৫টি ইউনিয়নে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীনসহ অন্যান্যরা।