আবদাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শোয়েব মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেনের এর নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস ছত্তার এর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আমিরখানী গ্রামের সাইফুল মিয়ার পুত্র। শোয়েব মিয়া এতদিন মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী হিসেবে পালিয়ে ছিল। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, সরকার দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদকসহ সব অপরাধীর জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই অপরাধীরা যতই শক্তিশালী হউক না কেন আইন কাউকে ছাড় দিবে না। তাঁরা আইনের ফাঁদে আটকা পড়বেই। আসামীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে দন্ডপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:২৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- ৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ