মখলিছ মিয়া ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে তারেক রহমানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের বাগ মহল্লা গ্রামে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান এর বাড়িতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক অসহায় হতদরিদ্র মানুষকে চিকিৎসা দেয়া হয়েছে। যে সকল রোগী টাকার অভাবে ঔষধ ক্রয় করতে পারছে না এমন রোগীকে চিকিৎসার পাশাপাশি ঔষধও প্রদান করা হয়েছে।
১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের বিএনপির সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট তারেক রহমান শাওনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে মেডিসিন,গাইনী এন্ড অব্স,চর্ম,নাক,কান,গলা, অর্থপেডিক্স সার্জারীসহ বিভিন্ন বিভাগের ডাক্তারগণ উপস্থিত থেকে রোগী দেখেছেন। এ বিষয়ে অ্যাডভোকেট তারেক রহমান শাওন জানান, মানুষের সেবার ব্রত নিয়ে জনগণের পাশে থাকতে চাই। ভবিষ্যতে অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবায় আরো বড় পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্প দেয়া হবে ইনশা আল্লাহ ।