শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বানিয়াচং উপজেলা পরিষদের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন পাঠদান বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা মিলনয়তনে ইউএনও মাসুদ রানা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর সি.এ ফয়জুর রহমান রুবেল প্রমুখ।