আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম এর সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় বাঘজোর গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহিন মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার বাঘজোর গ্রামের রমজান আলীর পুত্র। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, চুরি-ডাকাতিসহ সকল অপরাধ কর্মকান্ড নির্মুল করতে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রুজু আছে। আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।