বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ডিসেম্বর দিবাগত রাত ৯টায় উপজেলার ৩ নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের জাতুকর্নপাড়া গ্রামের নিকট শরীফ উদ্দিন সড়কে। নিহত মহিলা জাতুকর্নপাড়া গ্রামের মৃত আরফান উল্লার স্ত্রী উমরিতা বেগম (৬৫)। ঘাতক টমটম চালক একই মহল্লার ময়না মিয়ার পুত্র মিজান(২৭)। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত মহিলা নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় পিছন থেকে একটি টমটম এসে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসী মহিলাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ৩ নং দক্ষিন-পূর্ব ইউপি‘র চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত মহিলার লাশ দাফন করা হয়েছে মঙ্গলবার সকালেই। তবে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। বানিয়াচং থানার ওসি(তদন্ত) প্রজিত কুমার দাশ বলেন, টমটম চালক পালিয়ে গেছে। চালককে আটকের জন্য থানা পুলিশ কাজ করছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:১৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- ৭১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ