স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারাম্যান হাসিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, আমাদের যে কোন খাবারের আগে বাধ্যতামূলক হাত ধৌত করতে হবে। আর এখন যেহেতু করোনার সময়, সেহেতু হাত ধৌত করা ছাড়া কোন বিকল্প নাই। এ ক্ষেত্রে আমাদের পরিবার এবং প্রতিবেশীদের সচেতন করতে হবে।