সাহিদুর রহমান, বানিয়াচং থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বানিয়াচং উপজেলা বিএনপি। মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর) বিকাল ৪টায় কামালখানিস্থ হাসান মঞ্জিল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ বশির আহমদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক আহবায়ক মুজিবুল হোসাইন মারুফ,সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল,মহিবুর রহমান বাবলু, অ্যাডভোকেট আব্দুল কাদির, ছাত্রদলের সাবেক সভাপতি সালাহউদ্দিন ফারুক, সাবেক সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুবদল নেতা মিলন মেম্বার, ছাত্রদল নেতা আল আজাদ হোসাইন জাবেদ,মুবাশ্বির আহমদ মজনু,শরীফ উদ্দিন ঠাকুর প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শত ষড়যন্ত্রের বেড়াঝাল ছিন্নকরে বিএনপি গনতন্ত্র প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আজ ঐক্যবদ্ধ। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোমাজাত করা হয়। এসময় বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।