স্টাফ রিপোর্টার : শতবর্ষী আদর্শিক রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে ও Spectra Foundation Uk এর সহায়তায় দু:স্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় আদমখানী কালিকাপাড়া মাদরাসায় প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বানিয়াচং উপজেলা জমিয়ত সভাপতি প্রবীণ আলেম ও মুহাদ্দিস আল্লামা শায়খ মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়খ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালণায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, মাওলানা মসিউর রহমান,
উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুজীবুর রহমান যশকেশরী, মাওলানা মুফতি আহমদ আলী, মুফতি মুবাশ্বির আহমদ, হাফিজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুনতাসীর আলম সোহান, হবিগঞ্জ জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ,হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, উপজেলা জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা শাহনুর, উপজেলা যুব জমিয়ত সদস্য সচিব হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী ইমরান আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতী মোফাজ্জল হোসাইন, যুবনেতা মাওলানা রফিকুল ইসলাম খেলু প্রমুখ।
খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সাদিক আহমদ তানজির, মাওলানা আশিকুর রহমান প্রমুখ।