বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে জনসেবা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন। কোষাধ্যক্ষ ফজলুর রহমান এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেবাশীষ দেব, ডা. সুশীল কুমার মোদক, সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম,

দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মখলিছ মিয়া, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু ও বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল। স্বাগত বক্তব্য রাখেন জনসেবা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ এখলাছুর রহমান সামী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোফাচ্ছির আহমদ, শাকিল আনোয়ার রিয়াদ, বানিয়াচং উপজেলা টিম লীডার সায়মা আক্তার মুন্নি, আজমিরীগঞ্জ টিম লীডার রুবেল আহমেদ ও ডা. জহিরুল ইসলাম। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।