মখলিছ মিয়া : হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রউফ(২৬) বাগাহাতা গ্রামের আব্দুর রহমানের পুত্র।
সে ৬নং কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আব্দুর রউফ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করেন।
রবিবার ( ১২ জুলাই) সকালে জোয়াইল্লা নদীর তীরে বাগাহাতা ফুটবল মাঠে নিহত রউফের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক নিহত আব্দুর রউফের মায়ের উদ্ধৃতি দিয়ে জানান, পারিবারিক বিরোধ ছিল প্রতিবেশিদের সাথে, এই কারনে তার ছেলেকে হত্যা করা হতে পারে!
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত আব্দুর রউফকে হত্যা করা হয়েছে নাকি পানিতে ডুবে মারা গেছে এ বিষয়টি ময়না তদন্তের আগেই বলা যাচ্ছে না।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ পাঠানো হবে।