আজিমুল হক স্বপন : বানিয়াচংয়ে ছমদু মিয়া ও হাজেরা বিবি জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ২৬ মার্চ) জুময়ার সময় জামে মসজিদ উদ্বোধন করেন বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, আওয়ামীলীগ নেতা তজুমুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপশার ব্যক্তিবর্গ। স্বীয় মাতা এবং পিতার নামে পুরান তোপখানা মহল্লায় মসজিদটি দৃষ্টিননন্দন করে নির্মাণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হারুন মিয়া। এতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় হয়েছে। মাতা পিতার নামে দৃষ্টি নন্দন মসজিদ নির্মান করলেন আলহাজ্ব মোঃ হারুন মিয়া। বানিয়াচং উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হারুন মিয়া মাতা পিতার নামে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে একখানা দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করেছেন। আলহাজ্ব হারুন মিয়া তার সংকিপ্ত বক্তব্যে বলেন, শুধু একমাত্র মহান আল্লাহ তায়ালাকে রাজি খুশি করার জন্য এই মসজিদটি নির্মাণ করেছি। এই মসজিদের ব্যয় পরিশোধ করতে বড়বাজারে একটি দোকান ঘর ওয়াকফ করে দিয়েছি। ৬’২৫ শতক ভুমির উপর নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদ সংলগ্ন ওজু খানা,আধুনিক টয়লেট ও আলাদা গোসল খানা তৈরি করা হয়েছে ।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ছমদু মিয়া ও হাজেরা বিবি জামে মসজিদ উদ্বোধন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- ৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস