সাহিদুর রহমান, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে মোটরসাইকেলসহ টিটু মিয়া (৩৫) নামে এক চোরকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। সে উপজেলা সদরের ভাদাউড়ি গ্রামের নুরুল ইসলামের পুত্র। গত ২১ নভেম্বর ২০২০ রাত ১১ টায় শরীফ উদ্দিন সড়ক থেকে মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।জানা যায় গত-১৯/১১/২০২০ খ্রি. রাত্র অনুমান ১০ টার সময় বানিয়াচং থানাধীন দেশমুখ্যপাড়ার বিনয় চন্দ্র দাশ (৩১), পিতা- মৃত বিপুল চন্দ্র দাস তার ভগ্নিপতির ব্যবহৃত নীল রংয়ের APACHE RTR 160 CC মোটর সাইকেল তার বসত ঘরের সামনে রেখে বসত ঘরে যান। অনুমান ১১.৩০ টার সময় বিনয় চন্দ্র দাশ ঘর থেকে বের হয়ে বর্ণিত মোটর সাইকেলটি যথাস্থানে না পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক-নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস ছত্তার থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে মোটরসাইকেলসহ টিটুকে আটক করেন।এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে চোরাই মোটর সাইকেলসহ চোর আটক
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- ৭২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ