সাহিদুর রহমান : বানিয়াচংয়ে বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় করেছেন পুলিশ প্রশাসন। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে চুরি- ডাকাতি যাতে বৃদ্ধি না পায় ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ নভেম্বর) ১নং ইউনিয়ন পরিষদ হল রুমে রাত ৮টায় বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং এস আই আব্দু রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: সেলিম বলেন, বাজার এলাকায় চুরি ডাকাতি ইভটিজিংসহ নানান অপরাধ দমন করতে হলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।সমগ্র বাজারকে সিসি টিভির আওতায় আনতে হবে সেই লক্ষ্যে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।

পাহাড়াদারের সংখ্যা বৃদ্ধি করতে হবে সে জন্য ব্যবসায়ীদের তালিকা তৈরি করে নির্দিষ্ট পরিমাণে ধার্যকৃত বেতন মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ করে পাহারাদারের বেতন প্রদানে সহায়তা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করছে। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে- পিছনে ভাল্ব স্থাপন করবেন এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা সিসি ক্যামেরা স্থাপন করবেন। এ সময় উপস্থিত ছিলেন ১নং ইউপির চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া,সহ সভাপতি খালেদূর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,আওয়ামী লীগ নেতা মোত্তাকিন বিশ্বাস, ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এস এম সাইফুল ইসলাম সেলিম, সদস্য শেখ মোঃ আলমগীসহ ব্যবসায়ী বৃন্দ।