মখলিছ মিয়া ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘরে প্রবেশ করে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১০ মার্চ) ভোরে উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত কিশোরীর নাম মারজানা আক্তার (১৫)। সে একই গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে। মারজানা ৮ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে ।
আহত কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মারজানা একাই বাড়িতে ছিল। রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় মারজানা। ওই রাতে তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে ভোরে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তার শোর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মারজানাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে আহত কিশোরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং থানার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশসহ পুলিশের একটি প্রতিনিধি দল।