মোঃ বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, ভৌতিক বিল প্রদানসহ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে মিছিলটি বড়বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মোক্তাদির হাসান সেবুলের পরিচালনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী। এতে বানিয়াচং প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোশাহেদ মিয়া, ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খান, আইডিয়াল কলেজের প্রভাষক সাংবাদিক জসিম উদ্দিন, দৈনিক প্রভাকরের হাওরাঞ্চলে প্রতিনিধি খায়রুজ্জামান রাজিব, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈম হাসান পুলক, যুবদল নেতা সেলিম আহমেদ,নরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।