আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : জাতীয় শোক দিবস ও ৪৫তম মৃত্যু বার্ষিকিী উপলক্ষে বাংলাদেশের মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বর্বরোচিত হামলায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শনিবার ( ১৫ আগস্ট) বাদ জোহর বাজার জামে মসিজদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজার আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ইয়াহিয়া খান, মাস্টার আলী রহমান, আলহাজ্ব আবু জাফর আহমদ, মসজিদের কোষাধ্যক্ষ মোহন মিয়া, সঞ্চব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা মোঃ শাহজাহান মিয়া, তরঙ্গ টুয়েন্টিফোর এর সম্পাদক শিব্বির আহমদ আরজু, জুয়েল খান, হাফেজ আবুবকর আহমদসহ প্রায় শতাধিক মুসল্লি। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বাহাউদ্দিন।