মখলিছ মিয়া/ আবদাল মিয়া : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় সোমবার সকাল ১০টায় নন্দীপাড়া ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর দলিত হরিজনদের জন্য ৪টি গৃহনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। একই দিন তিনি ভূমিহীনও গৃহহীনদের জন্য জাতুকর্ন পাড়া, বুরুজপাড়া ও রঘুচৌধুরী পাড়া এলাকায় নির্মাণাধীন চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

সব শেষ তিনি উপজেলা পরিষদ মাঠে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ইউএনও মাসুদ রানা,সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।