বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অন্যত্রে হত্যা করে হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের সুটকী নদীর পাড়ে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক ঘাতক প্রেমিক অনিক পান্ডে ও অজ্ঞাত আসামীদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন নিহত গৃহবধূর মা হেনা বেগম। মামলাটি এফআইআর ভূক্ত করা হয়েছে। নিহত গৃহবধূর নাম জোনাকি আক্তার(২৫)। সে উপজেলার কুতুবখানী মহল্লার অপু মিয়ার স্ত্রী ও রঘুচৌধুরী পাড়ার আবু মিয়ার মেয়ে। নিহত গৃহবধূর বায়েজীদ(৫) ও তন্নি বেগম(৩) নামে দুটি সন্তান রয়েছে। হত্যার দায়ে অভিযুক্ত আসামীর নাম অনিক পান্ডে(৩২)। সে একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল কান্তির পুত্র। মামলার বিবরনে জানা যায়,পূর্ব পরিচয়ের সূত্রে নিহত গৃহবধূকে প্রেমের প্রস্তাবে ফুসলিয়ে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে ২০থেকে ২৫ দিন পূর্বে বাড়ি থেকে নিয়ে যায়।এ সময় গৃহবধূর সাথে ছিল ৩ বছরের মেয়ে তন্নি বেগম। এরপর নেত্রকোনা জেলা সদরের বলাই-নকুয়া গ্রামের সুনীতা নন্দীর বাড়িতে স্বামী-স্ত্রী‘র পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকে। ২৪অক্টোবর সকাল ৮টায় অনিক পান্ডে অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় মারপিট করে যৌনাঙ্গে আঘাত করে। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে হত্যা করে । মৃত্যু নিশ্চিত হওয়ার পর অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় নেত্রকোনা হইতে এ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের সুটকী নদীর পাশে বিকাল ৩টায় উপস্থিত হয়। এ সময় গৃহবধূর লাশ ও ছোট মেয়েকে রেখে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ঘাতক অনিককে আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গৃহবধূর পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরন করেন। ২৫ অক্টোবর রবিবার বিকাল ৪টার সময় জানাজা শেষে গৃহবধূর লাশ দাফন করা হয়। এ ব্যাপারে নিহত গৃহবধূর মা ও মামলার বাদী হেনা আক্তার বলেন, আমার মেয়েরে ওই খুনী খুন করছে। তার সাথে আরও মানুষ ছিল। মেয়ের জীবন নষ্ট করছে । মেয়ের ছেলে-মেয়ের জীবন নষ্ট করছে। আমি এর উপযুক্ত বিচার চাই। ওই খুনীর ফাঁসি চাই। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন মামলা দায়েরের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত গৃহবধূর মা হেনা বেগম মামলা দারে করেছেন। আসামীকে আমরা হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে গৃহবধূ জোনাকি হত্যার ঘটনায় মামলা দায়ের
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০২:২১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- ৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ