নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে শারিমন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টায় স্বামীর বাড়ি থেকে ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের হুমায়ূন মিয়ার মেয়ে শারমিনকে বিয়ে করেন বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৃত আব্দুন নূর মিয়ার ছেলে মিটন মিয়া (৪০)। মিটন মিয়ার ঘরে আরেক স্ত্রীও রয়েছে। প্রথম স্ত্রীর ঘরে কোন সন্তানাদি না হওয়ায় শারমিনকে বিয়ে করেন মিটন মিয়া।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাচানো গৃহবধূ শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।