শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।বুধবার সকাল ১০টায় পরিদর্শন বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

এসময় বিভাগীয় কমিশনার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মর্তা মাসুদ রানা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগদেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।