শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে লন্ডন ভিত্তিক চ্যানেল এস এর উদ্যোগে কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্থদের মাঝে ( ফিড ৫ হাজার ফ্যামিলিস ইন বাংলাদেশ) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর শরীফখানী গ্রামে শেখের বাড়িতে ৮ ও ৯নং ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় ২ শ’ ২০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর প্রধান আয়োজক হচ্ছেন শরীফখানী শেখের বাড়ির কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আবিদ।
সার্বিক দায়িত্বে ছিলেন বন বিভাগের অব: রেঞ্জার মহিবুল হোসেন মুফতি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সা’দত হোসেন মুক্তা, তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ জার্নালের সম্পাদক সিরাজুল ইসলাম জীবন, ইউপি সদস্য ইসতিয়াক হোসেন লেমন, যুবলীগ নেতা পাবেল সর্দার, চান মিয়া, ওমান প্রবাসী মহিবুর রহমান ও হাফিজুর রহমান, মনসুর মিয়া, ফারুক মিয়া প্রমুখ। উল্লেখ্য, প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার খাদ্য সামগ্রী প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এর আগেও বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আবিদ এর উদ্যোগে শেখের বাড়িতে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। সেখানে গ্রামের শত শত নারী-পুরুষ চোখের ফ্রি চিকিৎসা নিয়েছিলেন। তা ছাড়া করোনাকালিন সময়ে শেখের বাড়ির কৃতি সন্তান বাংলাদেশ সরকারি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখতের সহধর্মিনী হালিমা হোসাইন বুলবুল, সুনামগঞ্জ সদর এর এমপি পীর ফজলুর রহমান মিছবাহর সহধর্মিনী মাশকুরা হোসাইন দীনা ও বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট এর ডিজিএম তাহাওয়ার হোসাইন তালাতসহ অন্যান্যদের পক্ষ থেকে প্রায় ৪ লাখ নগদ টাকা দুঃস্থ নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।