শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে দূর্গম এলাকা কুমড়ি নজরপুর দাখিল মাদ্রাসার চারতলা বহুতল ভবনের উদ্বোধন করেছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। বুধবার (১২ আগস্ট) এ বহুতল ভবনের উদ্বোধন করেন তিনি। শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কুমড়ি নজরপুর বালিকা দাখিল মাদ্রাসার চারতলা বহুতল ভবনে ব্যয় হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা ।
বানিয়াচং-আজমিরীগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির প্রচেষ্টায় প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে।তা ছাড়া করোনাকালীন সময় ও বন্যায় দূর্গত মানুষদের পাশে থেকে তিনি সহযোগিতা করে যাচ্ছেন।