ক্রিড়া প্রতিবেদক : বানিয়াচংয়ে কমরেড আদম আলী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শেখের মহল্লা মাঠে টুর্নামেন্টি উদ্বোধন করেন কমরেড আদম আলীর প্র-পৌত্র ডা. মোহাম্মদ আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখের মহল্লা ছান্দ সর্দার মুত্তাক্কিন বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় টাইটান স্কোয়াড বনাম সি,পি সিক্সার্স এর খেলা অনুষ্ঠিত হয়। সি,পি সিক্সার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং টাইটান্স স্কোয়াড ১০ অভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সি,পি সিক্সার্স ৯০ রানের টার্গেটে নেমে ৯১/৩, ৫ উইকেট জয় লাভ করে। সি,পি সিক্সারের শহীদ ম্যান অব- দ্যা ম্যাচ নির্বাচিত হন।
উল্লেখ্য, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বানিয়াচংয়ের কমরেড আদম আলী। তিনি পাক ভারত উপমহাদেশের একজন রাজনৈতিক জাতীয় নেতা ছিলেন। তাঁর ছেলে জহুর আলীও স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন এবং জেলও খাটেন। তাঁর প্রপৌত্র ডা. মোহাম্মদ আলী একজন চিকিৎসক এবং এর পাশাপাশি সামাজিকভাবে কাজ করে যাচ্ছেন।