শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ওমান গমন উপলক্ষে খালেদ মাসুদকে সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী সূর্য তরুণ ক্রিকেট ক্লাব।মঙ্গলবার (২৯ ডিসেম্বর)সকালে কৃতি ক্রিকেটার হুমায়ূন ঠাকুরের সভাপতিত্বে ও জুনায়েদ আহমেদ এর সঞ্চালণায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আছাদ খান, সমাজসেবক শিরফল মিয়া, সুমন, মুরাদ, পাবেল, রুবেল, মোহন, নাহিদ প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তিত্ব খালেদ মাসুদ বলেন, এ সংবর্ধনা প্রদান করে সূর্য তরুণ ক্রিকেট ক্লাব আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। যে কোন দু:সময়ে আমি তাদের পাশে থাকব ইনশা আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।