আবদাল মিয়া, বানিয়াচং থেকে : আমরা সবাই এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু। বলা যায় সবাই একই বয়সের। আমাদের আছে ১হাজার ৩শ’ জন বন্ধু নিয়ে একটি ফেইসবুক গ্রুপ। এ গ্রুপের উদ্যোগে দীর্ঘদিনের পরিকল্পনা শেষে মঙ্গলবার (৮ডিসম্বর) সন্ধ্যা ৭টায় আমরা মিলিত হই প্রায় ১শ’ বন্ধুদের নিয়ে এক বিশাল পুনর্মিলনীতে। এ উপলক্ষে বানিয়াচং বড় বাজার বাপ্পি মেডিকেল সেন্টারে ছিলো এক বর্ণাঢ্য আয়োজন। বন্ধুদের এ মিলনমেলায় সিলেট বিভাগের সব জায়গার বন্ধুরা একত্রিত হয়েছিলো। কী অপূর্ব দৃশ্য, কতইনা আনন্দদায়ক মুহূর্তগুলো তা ভাষায় প্রকাশ করা যাবে না। বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমাদের বন্ধুরা ৯৩ ব্যাচের বন্ধুদের এই প্ল্যাটফর্ম যাতে করে দীর্ঘস্থায়ী হয় তাতে করে নেয়া হয়েছে নানা উদ্যোগ। আর আমাদের বন্ধু-বান্ধব ছড়িয়ে আছে সর্বত্র। এদের নিয়েই ফেইসবুকভিত্তিক গ্রুপ ‘ আমরা ৯৩ ব্যাচের ১হাজার ৩শ’ জন সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। একই ব্যাচ এবং একই বয়সের নারী পুরুষের এ বর্ণাঢ্য পুনর্মিলনীটি ছিলো ব্যতিক্রম। এখানে ছিলো না কোন বয়স বা শ্রেণির ভেদাভেদ। সবাই ৯৩ ব্যাচের বন্ধু বা সাথী। ফলে আমরা নিজেদের মধ্যে আলাপচারিতার সময় চমৎকার উপভোগ করেছি। যেন হারিয়ে গেছি সেই ৯৩ সালে। যখন আমরা স্কুলের গন্ডি পেরিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছি, এর পর সেই প্রিয় বন্ধু-বান্ধবরা অনেকে অনেক দিকে গিয়েছেন। কেউবা উচ্চ শিক্ষা গ্রহণের নিমিত্তে ঢাকা বা সিলেট, আবার কেউবা কর্মস্থলে প্রবেশ করেছেন। এর মধ্যে হয়ে যায় একে অপরের মধ্যে বিশাল দূরত্ব। সেটা হৃদয়ের নয়, দেহের। দূরত্বকে কাটিয়ে উদ্যোগ নেওয়া হয় পূনর্মিলনীর। সেই পুনর্মিলনীতে ছিলো বাঁধভাঙ্গা জোয়ার। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গানের তালে তালে মাতোয়ারা হওয়া, রাতের ডিনার, গল্পগুজব, স্কুলজীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান জীবনের বাস্তবতা -সব মিলিয়ে এক প্রাণবন্ত আড্ডা ছিলো পুরো রিসোর্ট জুড়ে। সবচেয়ে আনন্দের ছিলো, হাজারো নতুন বন্ধুর সঙ্গে আমরা পরিচিত হতে পেরেছি এই মিলনমেলাকে ঘিরে। এর মধ্যে অনেক জুনিয়র ছোট ভাইয়েরাও এসে যোগ দেয় এ অনুষ্ঠানে।
এ আয়োজনে যুক্ত হয়েছিলেন তারুণ্যের অহংকার বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ৯৩ ব্যাচের সাথী মোঃ আবুল কাশেম চৌধুরী, সিলেট থেকে আগত মোঃ আবুল কাশেম, তার স্ত্রী শামীমা শিমু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মোঃ ছায়েব আলী, হাসমত আলী খান, শাহজাহান মিয়া, মিজান খান, শেখ আবুল মনসুর তুহিন, মোনায়েম, শিলু মিয়া, মঈন উদ্দিন, মির্জা মোঃ মহিবুর রহমান মবু, আবু ইউসূফ, মুহিত, আসাদুজ্জামান খান, আবু সিদ্দিক, মহিবুর রহমান, একে আজাদ, জসিম, রিথেন্দ্র ভট্টাচার্য বাবলু, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল প্রমুখ। সভার শুরুতেই কেক কেটে ৯৩ ব্যাচের ২য় বর্ষপূর্তি পালন করা হয়। পুরো অনুষ্ঠানটিকে গান গেয়ে মাতোয়ারা করে তুলেছেন একে আজাদ ও বন্ধু আবু ইউসূফ। সবদিক মিলিয়ে অনুষ্ঠানটিকে সবাই উপভোগ করেছেন।