আবদাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২নভেম্বর) দুপুরে জনাব আলী ডিগ্রি কলেজ অডিটরিয়ামে উপজেলা যুবলীগ সভাপতি ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামিম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমেদ তাজ। আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক সবুজ মিয়া,উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী, মাসুদ খান, আনছার আলী, সুবেদ আলী, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আজমল হোসেন খান, শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, ফয়সল আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ আখঞ্জি, সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, দপ্তর বিষয়ক সম্পাদক মহিবুল ইসলাম কামরুল, আইন বিষয়ক সম্পাদক খালেদ মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, সহ অর্থ সম্পাদক আজিজুর রহমান খেলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আঃ ছালাম ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের সদস্যবৃন্দ। বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ গড়তে আগামী প্রজন্মের কোন বিকল্প নেই।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা যুবলীগের ১৫টি ইউনিয়ন কমিটি গঠন করা একান্ত প্রয়োজন। তাই প্রত্যেক নেতা-কর্মীকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব সময় সজাগ থাকতে হবে।