নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা খাদ্য কার্যালয়ে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কার্যালয়ের জানালা ভেঙ্গে কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ অভিযোগে উপজেলা সদরের পুরান তোপখানা মহল্লার মোতালিব মিয়ার ছেলে রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, গত সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে কোন এক সময় উপজেলা খাদ্য কার্যালয়ের জানালা ভেঙ্গে কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। এতে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বুধবার অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । এঘটনার সাথে জড়িতদের নাম বলার পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) রুবেলকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রুবেল এ চুরির ঘটনার সাথে জড়িতদের নাম বলেছে। চোরাইকৃত মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।