শিব্বির আহমদ আরজু : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বানিয়াচংয়ে আসছেন শুক্রবার ( ২৩ এপ্রিল) । সকাল ১১টায় উপজেলার আঞ্জন নামক হাওড়ে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কৃষকের বোরো ধান কর্তনের পর্যবেক্ষণ করবেন তিনি। সকাল ৬টায় ঢাকা থেকে সড়ক পথে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা, সকাল ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউজ থেকে বানিয়াচংয়ে উদ্দেশ্যে আগমন ও ঐতিহাসিক নাগুড়া ফার্ম পরিদর্শন শেষে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে গমন করবেন তিনি। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার ইয়াসির আরেফীন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। কোভিড-১৯ এর কারণে প্রোগ্রামটি সংক্ষিপ্ত। তবে প্রস্তুত রয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ করার জন্য। তিনি কৃষকের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাবলি জানবেন এবং সরকারের পক্ষ থেকে ভতুর্কির মাধ্যমে প্রদান করা কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টারগুলোর কার্যক্রম পরিদর্শন করবেন।