শিব্বির আহমদ আরজু : বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে “কোভিড-১৯ সংকট, সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি।সাক্ষরতা দিবসে এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আল নুর তারেক,এস আই আঃ ছাত্তারসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।