শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : আদর্শ সমাজ কল্যাণ সংগঠন বানিয়াচং শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় জনাব আলী সরকারি ডিগ্রি কলেজে সংগঠনের সভাপতি শেখ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক আনহার হাসান হৃদয় এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সমাজ কল্যাণ সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, বৃক্ষ হলো পরিবেশের প্রাণ। বৃক্ষের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি। জলবায়ূ পরিবর্তন রোধ করতে হলে বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই। তাই আদর্শ সমাজ কল্যাণ সংগঠনের ন্যায় আমাদের প্রত্যেকের উচিৎ বাড়ির আঙ্গিণায় এবং খালি জায়গাগুলোতে ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণ করা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন সময়ের আলোর প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আলতু, সংগঠনের জেলা ছাত্রী বিষয়ক সম্পাদক শারমিন চৌধুরী, হালিমাতুস সাদিয়া, উপজেলা সহ-সভাপতি এম.এ শিপনসহ ৩নং,৪নং,১১নং ও১২নং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।