শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে বড় বাজারে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি পরিদর্শন করেন। এসময় এমপি আব্দুল মজিদ খান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দের কথা শুনেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব হারুন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, বাজার কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা শাহনেয়াজ ফুল মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জল ও সাবেক সাধারণ সাধারণ সম্পাদক রিপন চেšধুরী প্রমুখ।
উল্লেখ্য, ২৮ নভেম্বর দিবাগত গভীর রাতে আগুন লেগে ফার্মেসীসহ ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ইবনে ফার্মেসী ও আলমগীরের মুদিমালের দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।