আব্দাল মিয়া, বানিয়াচং : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জনাব আলী সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ( ২৭ জুলাই) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আমির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন খান এর পরিচালনায় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী,
মাস্টার বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও মো. শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, মো. নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, তরঙ্গ টোয়েন্টিফোর সম্পাদক শিব্বির আহমদ আরজু, আবুল হোসেন, কৃষ্ণ দেব, মুত্তাকিন বিশ্বাস, ছামির আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, কবি এম আর ঠাকুর, সাংবাদিক তানজিল হাসান সাগর প্রমুখ। এমপি আব্দুল মজিদ খান বলেন, বৃক্ষকে পরিচর্চা করতে হবে। পরিচর্চার মাধ্যমে আমরা চাই দেশটা সবুজে সমারোহ হয়ে যাক। আর বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করুন।