বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
সভায় আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে সন্তোষ প্রকাশ, হাওর উন্নয়ন বাধ নির্মাণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ,
আইন-শৃঙ্খলা কমিটির তাগিদ ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বী জনৈক নারীকে সমাজে গ্রহণ করায় সন্তোষ প্রকাশ, অনুমতিবিহীন সিএনজি স্ট্যান্ড ও টমটম স্ট্যান্ড উচ্ছেদের সিদ্ধান্ত, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের ভাবগম্ভীর্য ধরে রাখতে ও আশপাশ সৌন্দর্য বর্ধনের জন্য সিদ্ধান্ত, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারিভাবে বিনামূল্যের টীকা নেওয়ার জন্য মানুষজনকে উৎসাহিত করার জন্য আহবান জানানো হয়।
এ ছাড়া সাম্প্রতিককালে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিজনিত কারনে উদ্বেগ জানিয়ে লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও আহবান জানানো হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান শামসুল হক,লুৎফুর রহমান, মোঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, শাহ শওকত আরেফীন সেলিম, মোঃ রেখাছ মিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের হোসেন,রাহেলা খাতুন,ইমাম সমিতির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্জী ও প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,মোঃ জাফর ইকবাল,বানিয়াচং ফায়ার সার্ভিস ইনচার্য সৈয়দ শেখ,মামুন মোল্লা,আনসার ভিডিপি কর্মকর্তা আতাউর রহমান,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,ডাঃ সজীব আহমেদ,হাসিবুল হোসেন,সুদীপ কুমার দেব, শাহাদাৎ হোসেন,মোঃ দেলোয়ার হোসেন,সৈয়দ হোসেন,ডাঃ শাহেদ আহমদ,কাওসার শোকরানা,
ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফ সোহেল প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- ৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ