আবদাল মিয়া,বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ১৪নং মুরাদপুর ইউনিয়নের বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও এসআই (নিঃ) আব্দুস সত্তার এর পরিচালনায় “জনতাই পুলিশ- পুলিশই জনতা” এ স্লোগানকে সামনে রেখে বানিয়াচং থানার উদ্যোগে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুরাদপুর গ্রামের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউ’পি সদস্য, কৃষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিট পুলিশিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ১৪নং বিট এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের বক্তব্য শোনেন এবং দাঙ্গা, সন্ত্রাস, পারিবারিক নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া ও প্রযুক্তির অপব্যবহার রোধে অপরাধ মুক্ত সমাজ গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রীম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।