আব্দাল মিয়া,বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে স্থানীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার জন্য চৌকিদারি প্যারেডে গ্রামপুলিশকে সম্মাননা প্রদান ও কঠোর দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় থানা চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার চৌকিদারি প্যারেডে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন গ্রামপুলিশদের উদ্দেশ্যে বলেন, গ্রামপুলিশরা সব সময় স্থানীয় পর্যায়ের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুখ্য ভূমিকা পালন করে থাকে।

এলাকায় কে/কারা বাল্যবিবাহ, মাদক, জুয়া, সুদ, ইভটিজিং, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে এ সবই গ্রাম পুলিশদের জানার কথা। এ জন্য নিজ নিজ এলাকার সামাজিক অপরাধ দমনে পুলিশের আগে গ্রামপুলিশকেই কার্যকর ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য, ডিসেম্বর ২০২০খ্রিঃ মাসে দাঙ্গা-হাঙ্গামাসহ সকল অপরাধ দমন, দেশীয় অস্ত্র উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীর বিষয়ে তথ্য দিয়ে থানা পুলিশকে সহায়তা করায় অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে মক্রমপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে গ্রামপুলিশ আব্দুল কুদ্দুছকে সম্মাননা প্রদান করা হয়।