আবদাল মিয়া, বানিয়াচং থেকে: বানিয়াচংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম (বানিয়াচং সার্কেল) এর সাথে আলেম-উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩অক্টোবর) বাদ জুময়া বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউপি’র অন্তর্গত চান পাড়া গ্রামে মাওলানা আলী হায়দার এর সভাপতিত্বে দাঙ্গা, সন্ত্রাস,জঙ্গিবাদ, ধর্ষণ, নারী-নির্যাতন, মাদক ও জুয়া প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তেব্য শেখ মোহাম্মদ সেলিম বলেন, বানিয়াচং হচ্ছে ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম-উলামাদের এলাকা। সুন্দর সমাজ বিনির্মাণে আপনাদের ( আলেমদের) ভূমিকা অনস্বীকার্য। প্রত্যেক শুক্রবারে পবিত্র জুময়ায় মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, গুজবসহ বিভিন্ন অপরাধ বিষয়ে আপনাদের ভূমিকা চাই। বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, আলেম-উলামাদের সাথে প্রশাসনের সম্পর্ক গভীর রয়েছে।

আইন শৃংখলা রক্ষায় সম্মানীত আলেম এবং ইমামগণ পবিত্র জুময়ার বয়ানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতায় বানিয়াচংয়ের আইন শৃঙ্খলা রক্ষাসহ সকল অপরাধ দমন করতে চাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি কাজী আতাউর রহমান, হাজী ফরিদ উল্লাহ, মাওলানা আব্দুল ওয়াদুদ, লেখক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম প্রমুখ।