আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে অজ্ঞাত আহত পথচারীকে অনুমান (৬০) উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ডিসেম্বর) রাত প্রায় ১১টায় (বানিয়াচং-হবিগঞ্জ) রোডস্থ শুটকি ব্রীজের সন্নিকটে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকা অজ্ঞাতনামা পথচারীকে উদ্ধার করা হয়। জানা যায়, রোডস্থ গাড়িবাহী কয়েকজন যাত্রী লোকটিকে (পাগল) রাস্তায় ঘুরাঘুরি করতে দেখছিল। হঠাৎ অন্য যাত্রীরা তাঁকে ব্রীজের পাশে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে থানাকে অবহিত করে। তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা ব্যাক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন তরঙ্গ টুয়েন্টি ফোর ডটকমকে জানান, অজ্ঞাত পথচারীকে (পাগল) অজ্ঞাত গাড়ি (কার) ধাক্কা মেরে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। রোডস্থ যাত্রীরা লোকটিকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে থানায় অবহিত করে। সম্ভবত অজ্ঞাত গাড়ি (কার) ধাক্কা মেরে ফেলে পালিয়ে গেছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে অজ্ঞাত আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০২:৪৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- ৩৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ