নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে অজ্ঞাতনামা কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর অন্তর্গত জাতুকর্নপাড়া মাইজের মহল্লার মেস্তরি বাড়ির পরিত্যক্ত জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের চোখসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ লা্শ উদ্ধার করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাতনামা কিশোরের বয়স আনুমানিক ১২/১৪ বছর হবে। এখন পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।