সাহিদুর রহমান : বানিয়াচং উপজেলার পর্যটন স্পট খ্যাত হাওরের মাঝখানে দন্ডায়মান প্রাকৃতিক জলাভূমি লক্ষীবাওর পরিদর্শন করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর-রহমান ও তার সহধর্মিনী। হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের আমন্ত্রনে ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র ব্যাবস্থাপনায় পরিদর্শনকালে সাবেক সচিব প্রকৃতির এ অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হন। তিনি জলাবনটিকে সংরক্ষণ করার জন্য উপস্থিত সকলকে তাগিদ দেন।

এছাড়াও বনটির বিভিন্ন প্রকার প্রাণী, উদ্ভিদ, লতা-গুল্ম ও বৃক্ষরাজির যত্ন নেওয়ার জন্য ও আহবান জানান। দেশীয় ও অতিথি পাখি নিধন না করে পরিবেশকে সুরক্ষিত করার জন্যও সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত জলাবনের চারপাশ কখনও নৌকায়, কখনও পায়ে হেটে পরিদর্শন করেছেন সচিব ও জেলাপ্রশাসক।এ সময় উপস্থিত ছিলেন ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও এলাকার নেতৃবৃন্দ।