ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’র নির্বাহী কমিটির সভা Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা Logo এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর নক আউট পর্বের খেলায় বিজয়ী সুর্যসেনা ও পপুলার-বি Logo বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই: বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি Logo এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডে শরীফখানী ও টাউন বি-ক্লাব বিজয়ী Logo বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন Logo আজ উদ্বোধন হচ্ছে এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ Logo বানিয়াচংয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধন : ২লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান Logo বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গঠন Logo আগামীকাল বানিয়াচংয়ে আসছেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী

বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ আরজু : দু’টি পাতা একটি কুড়ির দেশ মৌলভী বাজারের শ্রীমঙ্গল। শুধু তাই নয় এ উপজেলা নৈসর্গিক পর্যটন নগরী হিসেবে দেশ এবং বিদেশে খ্যাতি রয়েছে। সেই শ্রীমঙ্গলে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুধু আনন্দ বললে কম হবে। আদতে এর চেয়েও ঢের বেশি কিছু। কারণ, বছরের একটি দিন সাংবাদিকদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা যে কোন পর্যটন নগরীতে ভ্রমণ করা হতো। এ বছরটিতে ভ্রমণ ভেস্তে যেতে বসেছিল। এমনি সময় ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা । এ উদ্যোগকে স্বাগত জানান সিনিয়র সাংবাদিকরা। যেইভাবা সেই কাজ। প্রায় ১০ দিন আগে আজকের এ দিনে তারিখ করা হয়। সবাই অপেক্ষায় থাকেন সেই মাহেন্দ্রক্ষণের। এক একটি দিন করে চলে আসে আজকের এই দিন। সবার মধ্যে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করতে থাকে। একেকজন সাংবাদিক কম করে হলেও স্থানীয় এবং জাতীয় ২/৩ টি পত্রিকায় কাজ করে থাকেন। নিউজ এর কাজে ধারাবাহিক সময় দেয়ায় আসে ক্লান্তি, দেহে আসে অবসাদ। আর সেই অবসাদকে দূর করতে ভ্রমণের বিকল্প নেই। ফলে ভ্রমণ নিয়ে সবার মধ্যে বাড়তি আগ্রহ কাজ করে থাকে।

 

ছবি- বাংলোতে সাংবাদিকদের বৈঠক।

সকাল ৭টায় সবাই সবার মতো করে নির্দিষ্ট সময়ে পৌঁছেন। এর মধ্যে খবর আসে সিনিয়র একজন ভ্রমণকারি তিনি আসবেন না। ক্ষণিকের জন্য সবার হৃদয়ে একটি হতাশার ছাপ লক্ষ করা গেছে। মুহূর্তেই সেই ছাপ উবে গিয়ে আপন আনন্দে মেতে থাকেন সবাই। এমনি করে সকাল ৮টার মধ্যে হবিগঞ্জের একটি অভিজাত হোটেলে নাস্তার কাজ সেরে গন্তব্যের দিকে ছুটে চলা। সকাল সাড়ে ১০টায় মৌলভী বাজারের শ্রীমঙ্গলের নৈসর্গিক ভূমি ‘লেমন গার্ডেন রিসোর্টে’ উপস্থিত। সবাই সবার মতো করে মেতে উঠেন আনন্দে। কেউ ফুল বাগানে ছবি তোলায় ব্যস্ত, আবার কেউবা সুইমিংপুলে সাঁতারে নিমগ্ন। এমনি করে কোন সময় যে ১টা বেজে যায় কেউ টেরও পাননি। একের পর এক পর্যটকরা আসতে থাকেন সেখানে। বিকাল প্রায় ২টায় ডাক বাংলোতে রুদ্ধদার বৈঠক চলে প্রায় ঘন্টাখানেক। এর মাঝে চাঁ-বিস্কিট তো আছেই। বৈঠক শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।বিকাল ৩টায় শ্রীমঙ্গলের পানসি হোটেলে সবাই এক সাথে মধ্যাহ্নভোজ সেরে আপননীড়ে ছুটে চলা।

 

ছবি- র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার গ্রহণ করছেন সাংবাদিক রায়হান উদ্দিন সুমন।

এমনি করে একটি দিন প্রকৃতির সান্নিধ্যে কাটিয়েছেন বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ ভ্রমণে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার শিব্বির আহমদ আরজু, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক প্রতিদিনের বাণীর প্রতিনিধি আবদাল মিয়া, বাংলাদেশ টুডের প্রতিনিধি আতাউর রহমান মিলন, বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী, সাংবাদিক দেলোয়ার হোসেন ও আবিদ মিয়া।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’র নির্বাহী কমিটির সভা

বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

আপডেট সময় ০৪:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

শিব্বির আহমদ আরজু : দু’টি পাতা একটি কুড়ির দেশ মৌলভী বাজারের শ্রীমঙ্গল। শুধু তাই নয় এ উপজেলা নৈসর্গিক পর্যটন নগরী হিসেবে দেশ এবং বিদেশে খ্যাতি রয়েছে। সেই শ্রীমঙ্গলে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুধু আনন্দ বললে কম হবে। আদতে এর চেয়েও ঢের বেশি কিছু। কারণ, বছরের একটি দিন সাংবাদিকদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা যে কোন পর্যটন নগরীতে ভ্রমণ করা হতো। এ বছরটিতে ভ্রমণ ভেস্তে যেতে বসেছিল। এমনি সময় ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা । এ উদ্যোগকে স্বাগত জানান সিনিয়র সাংবাদিকরা। যেইভাবা সেই কাজ। প্রায় ১০ দিন আগে আজকের এ দিনে তারিখ করা হয়। সবাই অপেক্ষায় থাকেন সেই মাহেন্দ্রক্ষণের। এক একটি দিন করে চলে আসে আজকের এই দিন। সবার মধ্যে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করতে থাকে। একেকজন সাংবাদিক কম করে হলেও স্থানীয় এবং জাতীয় ২/৩ টি পত্রিকায় কাজ করে থাকেন। নিউজ এর কাজে ধারাবাহিক সময় দেয়ায় আসে ক্লান্তি, দেহে আসে অবসাদ। আর সেই অবসাদকে দূর করতে ভ্রমণের বিকল্প নেই। ফলে ভ্রমণ নিয়ে সবার মধ্যে বাড়তি আগ্রহ কাজ করে থাকে।

 

ছবি- বাংলোতে সাংবাদিকদের বৈঠক।

সকাল ৭টায় সবাই সবার মতো করে নির্দিষ্ট সময়ে পৌঁছেন। এর মধ্যে খবর আসে সিনিয়র একজন ভ্রমণকারি তিনি আসবেন না। ক্ষণিকের জন্য সবার হৃদয়ে একটি হতাশার ছাপ লক্ষ করা গেছে। মুহূর্তেই সেই ছাপ উবে গিয়ে আপন আনন্দে মেতে থাকেন সবাই। এমনি করে সকাল ৮টার মধ্যে হবিগঞ্জের একটি অভিজাত হোটেলে নাস্তার কাজ সেরে গন্তব্যের দিকে ছুটে চলা। সকাল সাড়ে ১০টায় মৌলভী বাজারের শ্রীমঙ্গলের নৈসর্গিক ভূমি ‘লেমন গার্ডেন রিসোর্টে’ উপস্থিত। সবাই সবার মতো করে মেতে উঠেন আনন্দে। কেউ ফুল বাগানে ছবি তোলায় ব্যস্ত, আবার কেউবা সুইমিংপুলে সাঁতারে নিমগ্ন। এমনি করে কোন সময় যে ১টা বেজে যায় কেউ টেরও পাননি। একের পর এক পর্যটকরা আসতে থাকেন সেখানে। বিকাল প্রায় ২টায় ডাক বাংলোতে রুদ্ধদার বৈঠক চলে প্রায় ঘন্টাখানেক। এর মাঝে চাঁ-বিস্কিট তো আছেই। বৈঠক শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।বিকাল ৩টায় শ্রীমঙ্গলের পানসি হোটেলে সবাই এক সাথে মধ্যাহ্নভোজ সেরে আপননীড়ে ছুটে চলা।

 

ছবি- র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার গ্রহণ করছেন সাংবাদিক রায়হান উদ্দিন সুমন।

এমনি করে একটি দিন প্রকৃতির সান্নিধ্যে কাটিয়েছেন বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ ভ্রমণে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার শিব্বির আহমদ আরজু, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক প্রতিদিনের বাণীর প্রতিনিধি আবদাল মিয়া, বাংলাদেশ টুডের প্রতিনিধি আতাউর রহমান মিলন, বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী, সাংবাদিক দেলোয়ার হোসেন ও আবিদ মিয়া।