নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মিয়াখানী গ্রামে অবিস্থত ঐতিহ্যবাহী জামিয়া নূরে মদীনা মাদ্রাসা ( জুবেদা খাতুন) এর ২০তম ওয়াজ মাহফিল আজ রবিবার (২২ নভেম্বর)। এ উলক্ষে নানান সাজে সজ্জিত করা হয়েছে এ দ্বীনি প্রতিষ্ঠানকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারি বক্তা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন হাফেজ মাওলানা উবায়দুল্লাহ মাজহারী, ঢাকা।
প্রধান আকর্ষ হিসেবে থাকছেন সু-মধুর কন্ঠের অধিকারি মাওলানা শরিফুজ্জামান রাজিপুরী, নেত্রকোনা। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করবেন মোফাচ্ছিরে কোরআন মাওলানা নাসির উদ্দিন সৌরভ, ঢাকা।
বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন বানিয়াচংয়ের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শায়খ মখলিছুর রহমান দা:বা:।
এ ছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে ওয়াজ করবেন। সার্বিত দায়িত্বে আছেন মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম। মাহফিল পরিচালনা করবেন মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি হাবিবুর রহমান।