মখলিছ মিয়া : বানিয়াচং উপজেলার মক্রমপুর,মন্দরী, মুরাদপুর ও পৈলারকান্দী ইউনিয়নের বিথঙ্গল হাওর এলাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। পরিদর্শনকালে হাওর এলাকার বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ আহরণকারী জেলেদের প্রায় ৩০ হাজার মিটার জাল জব্ধ করেন তিনি।
জেলা প্রশাসক এসময় জেলেদেরকে অবৈধ কারেন্ট ও কাঁথা/বেড় জাল ব্যবহার করতে নিষেধ করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর জেলা প্রশাসক মুরাদপুর ও এর পাশ্ববর্তী গ্রাম সমূহে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেন ও মুরাদপুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে স্থাপিত বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে আশ্রয়কেন্দ্রে আগত নতুন পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন। আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে জেলাপ্রশাসক বিথঙ্গল আখড়া পরিদর্শন করেন ও আখড়ায় বসবাসকারী ব্যক্তিদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁঁজ-খবর নেন।
পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু, উপজো পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ।